সারাবেলা ডেস্ক: রাজধানীতে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হলেও আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার বরাত দিয়ে খুদে বার্তায় বলা হয়েছে, রাজধানীতে অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করে র্যাবের সদস্যরা। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।
বার্তায় আরো বলা হয়, এ বিষয়ে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।