রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি!

0
706
  • মোহাম্মাদ এ আরাফাত
    ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এফবিআই। এই শিরোনামের খবর দেখে বিএনপি-জামাতীরা বেশ আনন্দ পেয়েছিলো, অবশেষে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা গেলো এই ভেবে।

হাস্যকর বিষয় এই যে, এই রাজাকার শাবক গুলো খবরটি মনোযোগ দিয়ে না পড়েই এই খবর প্রচারে শামিল হয়েছিল।

গত বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তর কোরিয়া সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে বলেই এফবিআই এর কাছে তথ্য আছে।

ফেডারেল আইনজীবীদের বিশ্বাস, চীনা দালালরা বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট করতে পিয়ংইয়াংকে (উত্তর কোরিয়া) সাহায্য করেছে। এই মামলাটি দায়ের হলে শুধু নির্দিষ্ট কয়েকজন উত্তর কোরীয় কর্মকর্তা নন, পুরো দেশটাই জড়িয়ে যাবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে এটাই এফবিআই এর মূল ভাষ্য।

(লেখকের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)

আজসারাবেলা/কলাম/রবি/সাম্প্রতিক/বিষয়/০২/এপ্রিল/২০১৮